“স্রষ্টার উপস্থিতি উপলব্ধি করার বিষয়। এটা বীজগণিতের কোনও সুত্র নয় যে অংক করতে বসলাম আর প্রমাণ করে ফেললাম! মানুষ, জীবজন্তু, প্রকৃতি ইত্যাদির প্রতি গভীর পর্যবেক্ষণ থাকলে অবশ্যই স্রষ্টার অস্তিত্ব অনুভব করা যায়। যেমন, আমার এক ফেইসবুক পোস্টে আমি উল্লেখ করেছিলাম যে মানুষের হাতের ৪টি আঙুল পাশাপাশি অবস্থান করছে ঠিকই কিন্তু একটি আঙুল মানে বৃদ্ধাঙ্গুল ঐ ৪টি আঙুল থেকে অনেকটা দূরে, আকৃতিগতভাবে ছোট এবং অন্য আঙুলগুলোর চেয়ে অনেকটাই আলাদা। এখন এটা বলা নির্বুদ্ধিতাই হবে যে বৃদ্ধাঙ্গুলের অবস্থান কাকতালীয়ভাবেই এমন। সৃষ্টিকর্তা ভালো করেই জানেন এবং বোঝেন যে হাতের সব আঙুল একই আকৃতির ও গঠনের হলে আমাদের কোনও কিছু ধরতে বা কোনও কাজ করতে অনেক কঠিন বা রীতিমত অসম্ভব হবে! তাই তিনি আমাদের হাতের বৃদ্ধাঙ্গুলটিকে অন্য ৪টি আঙুল থেকে একটু দূরে রেখেছেন! একটু অন্যভাবে ব্যাখ্যা দিলে বিষয়টি আরও পরিস্কার হবে। শিশুর জন্মের পর পিতামাতা যেমন তার সুস্থতার প্রতি ভীষণভাবে মনোযোগী হন, সে যাতে তার খাওয়া-দাওয়া, হাঁটাচলা, কথা বলা ইত্যাদি কোনোরকম ঝামেলা ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে করতে পারে সে ব্যাপারে সচেষ্ট হন, স্রষ্টাও তেমনি মানুষ তথা সমগ্র প্রাণীকুলের সার্বিক সুস্থতা, সুবিধা এবং স্বাভাবিকতার কথা ভেবেই তাদেরকে নির্দিষ্ট আকার, আকৃতি ও গঠন প্রদান করেছেন!”

− Md. Ziaul Haque −

mini-quotes.com