“সৃষ্টিকর্তা যখন আমাদের ভালো কাজে খুশি হন, তখন তিনি তাঁর আনন্দ প্রকাশ করতে সুন্দর প্রাণী, পাখি, প্রজাপতি ইত্যাদি আমাদের কাছাকাছি পাঠান!”

“আত্মা হচ্ছে সৃষ্টিকর্তার স্বাক্ষর!”

“True love is love that causes us pain, that hurts, and yet brings us joy. That is why we must pray to God and ask Him to give us the courage to love.”

“God has no name. All organized religions have given names to God to be able to have a personal relationship to God, but God is not a person.God is the underlying force, the energy and the consciousness of existence.If you cannot feel God, the divine, within, you cannot feel him without.The first step is to feel God within.Then prayer to a personal god becomes meaningless, and meditation becomes meaningful.The second step is to realize God without, to realize that God is not the creator, he is creation. He is not separate from creation. He is the force and consciousness of creation. The world is God’s dance; the world is God’s play.”

“There is beauty and majesty in God’s remaining disappeared!”

“স্রষ্টার অদৃশ্য থাকাতে সৌন্দর্য এবং ঐশ্বর্য আছে!”

“স্রষ্টার উপস্থিতি উপলব্ধি করার বিষয়। এটা বীজগণিতের কোনও সুত্র নয় যে অংক করতে বসলাম আর প্রমাণ করে ফেললাম! মানুষ, জীবজন্তু, প্রকৃতি ইত্যাদির প্রতি গভীর পর্যবেক্ষণ থাকলে অবশ্যই স্রষ্টার অস্তিত্ব অনুভব করা যায়। যেমন, আমার এক ফেইসবুক পোস্টে আমি উল্লেখ করেছিলাম যে মানুষের হাতের ৪টি আঙুল পাশাপাশি অবস্থান করছে ঠিকই কিন্তু একটি আঙুল মানে বৃদ্ধাঙ্গুল ঐ ৪টি আঙুল থেকে অনেকটা দূরে, আকৃতিগতভাবে ছোট এবং অন্য আঙুলগুলোর চেয়ে অনেকটাই আলাদা। এখন এটা বলা নির্বুদ্ধিতাই হবে যে বৃদ্ধাঙ্গুলের অবস্থান কাকতালীয়ভাবেই এমন। সৃষ্টিকর্তা ভালো করেই জানেন এবং বোঝেন যে হাতের সব আঙুল একই আকৃতির ও গঠনের হলে আমাদের কোনও কিছু ধরতে বা কোনও কাজ করতে অনেক কঠিন বা রীতিমত অসম্ভব হবে! তাই তিনি আমাদের হাতের বৃদ্ধাঙ্গুলটিকে অন্য ৪টি আঙুল থেকে একটু দূরে রেখেছেন! একটু অন্যভাবে ব্যাখ্যা দিলে বিষয়টি আরও পরিস্কার হবে। শিশুর জন্মের পর পিতামাতা যেমন তার সুস্থতার প্রতি ভীষণভাবে মনোযোগী হন, সে যাতে তার খাওয়া-দাওয়া, হাঁটাচলা, কথা বলা ইত্যাদি কোনোরকম ঝামেলা ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে করতে পারে সে ব্যাপারে সচেষ্ট হন, স্রষ্টাও তেমনি মানুষ তথা সমগ্র প্রাণীকুলের সার্বিক সুস্থতা, সুবিধা এবং স্বাভাবিকতার কথা ভেবেই তাদেরকে নির্দিষ্ট আকার, আকৃতি ও গঠন প্রদান করেছেন!”

“সবার উপরে মানুষ সত্য নয়,সবার উপরে স্রষ্টা সত্য, তাহার উপরে নাই!”

“কবি চণ্ডীদাসের ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’ বাণীটি ত্রুটিপূর্ণ। এক অর্থে এটি মানবতার কথা বলে, অন্য অর্থে নাস্তিকতাও বোঝায়! ‘মানুষের উপরে কিছু নাই’ বললে স্রষ্টাকে অগ্রাহ্য ও অপমানিত করা হয়!”

“বৃদ্ধাঙ্গুল হয়তো দেখতে সাধারণ আঙুলের মত, আসলে এটি স্রষ্টার দেয়া এক বিস্ময়কর উপহার! যদি সব আঙুল দীর্ঘ ও সোজা হতো, তবে কোনও কাজ সহজে করা বা কিছু ধরা আমাদের জন্য অসম্ভব হতো! যদি বৃদ্ধাঙ্গুল না থাকতো, তাহলে মানব সভ্যতা অনেক পিছিয়ে পড়তো!”

“Man is like a river on his way towards the ocean, towards the divine. The drop has a thirst, a longing. The drop knows nothing of the ocean, but the drop longs to become one with the ocean. The drop cannot find fulfillment until it becomes on with the ocean, the divine.”

“God’s voice is always calling us out of hiding—that’s how you know it’s God’s voice.”

“As he learned more math, Brodt made the wonder-inspiring observation that mathematical laws seemed to be Someone’s intention rather than just accidents in many concepts: infinity, unity being totality, irrational numbers in general and pi in particular as it illustrates such disparate occurrences as the relationship of height to base perimeter in the Great Pyramid of Giza and the course of any meandering river (over a surface smoothed for consistency). There was also the Fibonacci Sequence, that looping string of addends which, with their sums, describes the spirals on a nautilus shell, the distribution of leaves around a tree branch, and the genealogy of ants and bees. It all seemed too orderly, too regular and consistent to have occurred by chance. So many things in the world appeared as blotches, smears, or random spikes that these mathematically explained phenomena were extraordinary–he wanted to say mystical, but he wouldn’t want to be caught using that word.”

“Ours is an illusionless humanism that cares about protecting our species, especially from itself. We must forgive humanity, and ourselves, for being what we are – neither angels nor beasts…”

“God is the reason for the existence of every good thing.”